দারুন হইছে . পৃথিবীর সব ভালোবাসা একরকম হয় না।প্রত্যেকটা ভালোবাসার রং আলাদা আলাদা,কোনোটায় লাল রং বেশী তো কোনোটায় নীল রং কোনো কোনো ভালোবাসার রং আবার কুচকুচে কালো।রং যেহেতু আলাদা বৈশিষ্ট ও আলাদা হবে খুব স্বাভাবিক!!
কিন্তু লুতুপুতু জান পরান মার্কা ভালোবাসার রঙ ঠিক কি আমার তা জানা নাই!!ভালোবাসা জিনিসটা যে মানুষটার সাথে হয়ে যায় তাকে লোক সম্মুখে সবরকম লজ্জা আর ভদ্রতার বিষর্যন দিয়ে ন্যাকা ডায়লগ দিয়ে জান পরান না ডাকলেও জান পরান কলিজা এসব এর মতই দামীই থাকে!!
হয়ে যাওয়া ভালোবাসার অনুমোদন দেয়ার জন্য দুইটা মানুষের হার্টই যথেষ্ট কোনো সোসাল ওয়েবসাইটের রিলেশনশিপ স্ট্যাটাস লাগেনা অবশ্যই। লাগেনা মাথা ঠ্যাকানো চোখ মুখ ব্যাকানো
মোবাইলের ফ্রন্ট ক্যামেরায় তোলা ডজন ডজন ছবির আপলোড!!
রাস্তায় রিকশায় সপিং মলে হাত ধরে কাধে হেলান দিয়ে অতি কাছা কাছি অবস্থান করে আবেগের ইলেক্ট্রন আদান প্রদান কি আসলেই ভালোবাসা?
ব্যাস্ত শহরের অলিগলিতে ভালোবাসার নামে চাহিদা পুরনের নিশিদ্ধ যে গেম শো চলে রোজ,সেটা আর যাই হোক ভালোবাসা নয়।নাম দিতে চাইলে এর নাম বড়জোর নোংরামি দেয়া যায়!
এসব এর জন্য কাপল গুলাকে দায়ী করে অনেকেই!!আমি করি না!! দোষ যদি কাউকে দিতেই হয় দোষ তবে আধুনিকতারর!!
হে আধুনিকতা,সমস্ত শালীনতা আর নীতিবোধ তুলে নিয়ে এ ক্যামন সভ্য জাতি গরে তুলছো তুমি??